Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মার্চ ২০১৭

বিশ্বনাথ উপজেলায় কৃষি প্রযুক্তি মেলা ২০১৭ উদ্বোধন


প্রকাশন তারিখ : 2017-03-22

সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গত ২১/০৩/২০১৭ ইং রোজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করা হয়। সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়। তিনদিন ব্যাপী (২১-২৩ মার্চ, ২০১৭ খ্রি.) মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব সোহেল আহমদ চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বিশ্বনাথ, সিলেট। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিস থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালী শেষে মেলায় আগত অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টল পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। আবাদি জমির পাশাপাশি অনাবাদি জমি চাষে উদ্যোগী করতে সরকার কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি, সার, বীজ বিনামূল্যে বিতরণ করে যাচ্ছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আহমেদ নূর উদ্দিন, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বিশ্বনাথ, সিলেট; বেগম স্বপ্না শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বিশ্বনাথ, সিলেট; জনাব সোলায়মান হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিশ্বনাথ, সিলেট; জনাব মহিউদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিশ্বনাথ, সিলেট; জনাব দেলোয়ার হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বিশ্বনাথ, সিলেট।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. আলি নূর রহমান, উপজেলা কৃষি অফিসার, বিশ্বনাথ, সিলেট। কৃষি প্রযুক্তি মেলায় কৃষি যন্ত্রপাতি, নার্সারী ও নানাবিদ প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি মহোদয় আউশ প্রনোদণা ২০১৬-১৭ এর আওতায় উপজেলার ৮ (আট) ইউনিয়নের ৮২৫ (আটশত পঁচিশ) জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব জাবেল খলিল চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা, বিশ্বনাথ, সিলেট। মেলায় প্রতিদিন দর্শনার্থীদের জন্য সকাল ৯.০০ ঘটিকা হতে সন্ধ্যা ৮.০০ ঘটিকা পর্যন্ত উন্মুক্ত থাকবে।